শনি ও তার সাথে জড়িত রোগ ও তার উপায়:-
শনি দুর্বল হলে বিভিন্ন ধরনের রোগ হয়। যা এক প্রকার এই রূপ, যেমন:-
* হারের এবং হাঁটুর ব্যথা।
* নার্ভ এর সমস্যা।
* চোখের দৃষ্টি এর সমস্যা।
* হজম এর সমস্যা।
* মানসিক অবসাদ এর সমস্যা।
* চামড়া এর সমস্যা।
* দাঁত এর সমস্যা।
* হঠাৎ করে দুর্ঘটনার সমস্যা।
উপায়:-
শনি বার সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিন।
শনি অথবা হনুমান চল্লিশ এর পাঠ করুন।
শ্রমিক শ্রেণীর মানুষ কে কিছু খাবার দান করুন।
কালো গরু অথবা কুকুর কে খাবার দিন।
শনি এর বীজ মন্ত্র পাঠ করুন।
মা কালী এর পুজো দিতে পারেন।