ভাগ্য আর নবম ভাবে গ্রহ :-
আজ বার মঙ্গল,তার অঙ্ক জ্যোতিষ মেনে তার সংখ্যা নয় অর্থাৎ নবম। তাই আজ জানবো যে সেই ভাবে কোন কোন গ্রহ থাকলে কি হয়। যেমন:-
সূর্য:- ভাগ্য বান, ধার্মিক, বাবার সাথে ভালো সম্পর্ক।
চন্দ্র:- ভাবনা থেকে ধর্ম, ভাবনা থেকে গুরু ভক্তি।
মঙ্গল:- সাহসী, ধর্ম নিয়ে সংঘর্ষ করতে পারে লোক।
বুধ:- বিদ্যা অর্জন কারী, লেখক।
বৃহস্পতি :- পরম ভাগ্য বান, গুরু দেব এর আশিস ধন্য।
শুক্র:- ভাগ্য সে সুন্দর,বিদেশ প্রেম, কলা তে রুচি।
শনি :- ভাগ্য তে দেরী, কিন্তু পরিশ্রম করলে সফলতা।
রাহু:- বিদেশে ভাগ্য , অন্য ধর্মের প্রতি আসক্ত।
কেতু : - মোক্ষ প্রাপ্তির দিকে নজর এবং সংসার থেকে দুরত্ব।