4 নাম্বার:-

আজ বলবো 4 নাম্বার নিয়ে। হয়তো বলবেন আজ কেনো বলছি। আজ তো তার কোনো দিন নয়। কিন্তু এখানেই একটা সমস্যা হচ্ছে এর কোনো সঠিক দিন নাই। যখন যেখানে পাই বসে যাই। যাই হোক শুরু করছি আসল কথা। 4 নাম্বার:- শান্ত,কঠিন, সিস্টেম এর রাজা। জন্ম:- 4,13,22,31। গ্রহ:- রাহু। চিন্তা ধারণা তে আছে ধক,কথা কম সকল জিনিস ভেবে করে। জীবনে discipline অনেক দরকারী। দেখানোর থেকে দূরে, সত্য এর সাথে। খুব ভালো ঘুম। বলে কম কিন্তু দারুন কাজ করে খারাপ:- অনেক বেশি ভাবে। পরিবর্তন একদম পছন্দের নয়। উপায়:- শনি বার কালো তিল দান করতে পারেন। রাহু এর মন্ত্র জপ করতে পারেন-" om ra rahabe namo" মা chinnamasta এর পুজো দিতে পারেন।