7th পতি 12 th ঘর অব্দি থাকলে কি কি হয় :-
7 th ঘর এর মালিক যখন কোথাও লগ্ন আবার কোথাও বাকি ঘর গুলিতে বসে। তখন কি কি হয়। 7 th ঘর অর্থাৎ যেখান থেকে বিয়ের,ব্যবসার যাবতীয় বিচার করা হয়। এবার লিখবো মূল বক্তব্য।
7th পতি যখন লগ্নে:- বিয়ে অথবা ব্যবসা আপনার পরিচয়ের অংশ হয়ে যায় l
7 th পতি যখন দ্বিতীয় এ:- জীবন সাথী theke পয়সা আর পরিবারে সামঞ্জস্য বজায় থাকে।
7 th পতি যখন তৃতীয়ত ঘরে:- সাথী সাহসী, কাম কাজে সাহায্য করে।
7 th পতি চতুর্থ এ:- সাথীর থেকে গৃহ সুখ, ধন এর ক্ষেত্রে সাহায্য পাবেন।
7 th পতি পঞ্চম থাকলে:- ভালো বাসায় ভরা সম্পর্ক, বুদ্ধি মান সাথী।
7 th পতি যখন ষষ্ঠে:- ঝগড়া,ঝামেলা, ছাড়া ছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা।
7th পতি সপ্তমে:- বিয়ে কে অধিক মাত্রা দেওয়া,সাথী সবচেয়ে বেশি মূল্যবান।
7 th পতি যদি অষ্টম এ:- সাথী রহস্যময় এবং অনেক জটিল স্বভাবের।
7 th পতি যখন নবম এ:- সাথী ভাগ্য শীল এবং ধার্মিক চিন্তা ধারা পোষণকারী ।
7 th পতি যদি দশমে:- সাথী কর্ম জীবনে সাহায্য কারী।
7 th পতি যখন একাদশে থাকে:- বন্ধু থেকে বিয়ে, সাথী থেকে অনেক বেশি লাভ।
7 th পতি যখন দ্বাদশ এ:- বিদেশে বিয়ে, দূরে সাথী।